হিন্দুত্ববাদকে খুশি করতে প্রতিযোগিতায় নেমেছে দেশের প্রায় সমস্ত রাজনৈতিক দল – এসডিপিআই

নিজস্ব সংবাদদাতা : ২০২৪ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এসডিপিআই-এর বীরভূম জেলা কমিটি রামপুরহাট লক্ষী অনুষ্ঠান ভবনে করল গেট টুগেদার প্রোগ্রাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিপিআই-এর রাজ্য সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম। ছিলেন রাজ্য কমিটির সদস্য মাসুদুল ইসলাম এবং বীরভূম জেলা নেতৃত্ব।

     

    আলোচকরা স্পষ্ট ভাষায় জানান – হিন্দুত্ববাদকে খুশি করতেই প্রতিযোগিতায় নেমেছে প্রায় সব দল জনগণ যাদেরকে বিজেপি বিরোধী মনে করেন । প্রকৃতপক্ষে বিজেপির প্রতিপক্ষ দল এসডিপিআই। বিজেপি রাম মন্দির তৈরি করে ভোট নিয়েছে, বিরোধী দল তৃণমূল জগন্নাথ মন্দিরের নামে ভোট নেওয়ার রাস্তা তৈরি করেছে। বিজেপি বিরোধী দলগুলো বিজেপির মডেলেই কাজ করে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে তারা আসলে হিন্দুত্ববাদকে খুশি করতে কাজ করছে, হিন্দুত্ববাদ মুক্ত ভারত গড়তে নয়।

     

    যদি সত্যি হিন্দুত্ববাদ মুক্ত ভারত গড়ার ভাবনা থাকতো তাহলে মন্দির গড়ার প্রতিযোগিতা নয়, শিক্ষা স্বাস্থ্য, জীবিকা নিয়ে প্রতিযোগিতা করতো। বীরভূম জেলা থেকে খনিজ পদার্থ লুঠ করতে কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে অথচ এই জেলার সার্বিক উন্নয়নের জন্য, এই জেলাবাসীর জীবিকার জন্য ন্যূনতম কিছু করছে না সরকার। তাই একদিকে হিন্দুত্ববাদী সরকার ও অপরদিকে হিন্দুত্ববাদকে খুশি করতে থাকা দুর্নীতিগ্রস্ত সরকারকে উপড়ে ফেলে, দেশে সামাজিক গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে, ভয় মুক্ত, ক্ষুধা মুক্ত ভারত গড়ে তুলতে এসডিপিআই-এর সঙ্গে আসার আহ্বান জানান।