মুকুল রায় তৃণমূলে যোগদান করায় বড় ক্ষতি বিজেপির

নতুন গতি নিউজ ডেস্ক: মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগদান করায় বিজেপির বড় ক্ষতি হয়ে গেল। এবার বেসুরো বিজেপি নেতা সুনীল সিং। বিজেপিতে মুকুলপন্থীবলেই পরিচিত ছিলেন তিনি। এবং মুকুল রায়ের হাত ধরেই বিজেপিতে যোগ দিয়েছিলেন। আগামী দিনে কী হবে বলতে পারছি না বলে মন্তব্য করেছেন নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক।

    তৃণমূলে মুকুল রায়

    বিজেপিতে ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন মুকুল রায়। তৃণমূল ভবনে গিয়ে গতকাল তৃণমূলে যোগদান করেন মুকুল রায়। তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তাঁর ছেলে শুভ্রাংশু রায়ও। বিজেপিতে িতনি আর ফিরে যাবেন না বলে জানিয়েছেন। বিজেপি তাঁকে যোগ্য মর্যাদা দেয়নি এমনই অভিযোগ করেছেন মুকুল রায়। ফের পুরনো জায়গায় ফিরে এসে আরও ভাল লাগছে বলে জানিয়েছেন মুকুল রায়।

    বেসুরো সুনীল সিং

    মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে বিজেপির অন্দরেও একাধিক বিজেপি নেতা বেসুরো হতে শুরু করেন। তারমধ্যে অন্যতম নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং। মুকুল রায়ের হাত ধরেই বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। তাই মুকুলের চলে যাওয়া নিয়ে সুর বদল করেছেন বিজেপি নেতা। তিনি অভিযোগ করেছেন মুকুল রায় চলে যাওয়ায় বড় ক্ষতি হয়ে যাবে বিজেপির।

    তৃণমূলে যোগদানের জল্পনা

    সুনীল সিং বেসুরো হতেই তাঁর তৃণমূল কংগ্রেসে যোগদানের জল্পনা বেড়েছে। যদিও সুনীল সিং নিজে এই নিয়ে কোনও কথা বলেননি। তিনি বলেছেন পরে কী হবে সেটা দেখা যাবে। মুকুল রায় বড় মাপের নেতা। তিনি কেন তৃণমূল কংগ্রেসে ফিরে গেলেন সেটা ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়ে করেছেন। কাজেইএই নিয়ে এখনই কথা বলা ঠিক হবে না বলে জানিয়েছেন। তবে মুকুল রায়ের হাত ধরেই ২০০৯ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করেছিলেন।

    লবিবাজির অভিযোগ

    বিজেপির অন্দরে লবিবাজি চলছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। তিনি অভিযোগ করেছেন ভোটের আগে কয়েকজন মাত্র নেতাকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছিল। যাঁদের যোগ্যতা রয়েছে তবু তাঁদের কাজ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা। অনুপমের এই ফেসবুক পোস্টের পরেই বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়া শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে ফেসবুকে লেখেন দল থেকে আবর্জনা সাফ করা হোক।