ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার কথা আব্বাস সিদ্দিকর গলায়

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই দিতে প্রার্থী হতে চেয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁকে সমর্থন দেওয়ার জন্য কার্যত তৈরি বিরোধীরা। এমন পরিস্থিতিতে একই আসনে প্রার্থী দেওয়ার কথা শোনা গেল নওশাদের দাদা তথা ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকর গলায়।

    সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে আব্বাসকে ডায়মন্ড হারবারে প্রার্থী দেওয়ার কথা বলতে শোনা গিয়েছে। তিনি বলেছেন, “ডায়মন্ড হারবারে যদি আমরা প্রার্থী দিই তাহলে তাঁকে আপনারা জেতাবেন তো? আমায় দেখে ভোট দেবেন আপনারা। জেতালে আমি প্রতি মাসে এখানে এসে আপনাদের সমস্যা শুনব। একমাসের মধ্যে সমাধান করে দেব।”

    ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত ৭ বিধানসভা- ডায়মন্ড হারবার, ফলতা, বিষ্ণুপুর, বজবজ, মহেশতলা, সাতগাছিয়া এবং মেটিয়াব্রুজ। এর মধ্যে প্রথম ছটি বিধানসভায় বাংলাভাষী মুসলিমের আধিক্য। সূত্রের খবর, তাঁদের উপর ফুরফুর শরিফের প্রভাবও মারাত্মক। ফলে ফুরফুরার পীরজাদা যদি সত্যি সেখানে প্রার্থী দেন, তাহলে ভোটের অঙ্কে বদল আসতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। তাদের কথায়, নওশাদ বিরোধীদের সমর্থন নিয়েও ডায়মন্ড হারবার লোকসভায় ভোটের মানচিত্রে যতটা না বদল আনতে পারবেন, তার চেয়ে বেশি প্রভাব ফেলতে পারবেন ধর্মীয় নেতা আব্বাস সিদ্দিকির প্রার্থী।