|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক: নর্থবেঙ্গল আইজি বিশাল গার্গ, এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন। মালদা রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়াল, জেলা শাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অলক রাজোরিয়া। ইংরেজ বাজার পৌরসভার প্রশাসক নিহার রঞ্জন ঘোষ, প্রশাসক মন্ডলীর সদস্য দুলাল সরকার, প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথ তিওয়ারি,প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সাবিত্রী মিত্র সহ অন্যান্য অতিথিরা।
গত কয়েক দশক ধরে মালদা জেলা আদালত চত্বরে ছিল পুলিশ সুপার অফিস। পার্কিং সহ বিভিন্ন ধরনের অসুবিধার কারণে অফিস নিয়ে যাওয়া হয় মালদা শহরের রবীন্দ্র ভবন সংলগ্ন ফার্ম এলাকায়। এই বিষয়ে পুলিশ সুপার অলক রাজোরিয়া বলেন, বিভিন্ন অসুবিধার কারণে পুলিশ সুপার অফিস সরানো হয়েছে। অফিস স্থানান্তরে প্রশাসনের অন্যান্য আধিকারিকরা সর্বতভাবে সাহায্য করেন। তিনি বলেন অফিস স্থায়ীভাবে থাকবে না।আগামী দিনে শহর এলাকায় কোন একটি জায়গা দেখে পুলিশ সুপার অফিস তৈরি করা হবে। নর্থবেঙ্গল আইজি বিশাল গার্গ বলেন,খুব কম সময়ে পুলিশ সুপার অফিস স্থানান্তর করা হয়েছে।তবে সাধারণ মানুষের সুবিধার্থে নতুন ঠিকানার প্রচার করতে হবে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কাজ নিয়ে পুলিশ সুপার অফিসে আসেন। তাদের সুবিধার্থে নতুন ঠিকানার প্রচার প্রয়োজন।