|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: লাইভ অনুষ্ঠানে কোভিড টিকা নিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট কমলা হ্যারিস। টিকাকরণের চলতি প্রক্রিয়ায় আস্থা রাখতে দেশের মানুষকে আবেদন জানিয়েছেন তিনি। তবে ফাইজারের টিকা নয়, তিনি নিয়েছেন মোডার্ণার টিকা।
কমলা যে হাসপাতালে টিকা নিয়েছেন সেটিও বেশ তাৎপর্যপূর্ণ। ওয়াশিংটন ডিসির এই এলাকাটি অ্যাফো আমেরিকানে ভর্তি। করোনা মহামারীতে তাদের মধ্যে সংক্রমণ ও মৃত্যুর হার অত্যন্ত বেশি। সমীক্ষা বলছে তাদের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ সবচেয়ে কম। তাই জেনে বুঝেই ওই এলাকার ইউনাইটেড মেডিকেল সেন্টার কে কমলা বেছে নিয়েছিলেন বলে মনে করা হচ্ছে।
এদিকে বড়দিন সেলিব্রেশন ও নববর্ষের ধাক্কায় করোনার সংক্রমণ আরো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশের বর্তমান ও প্রাক্তন স্বাস্থ্যকর্তারা। মার্কিন প্রশাসনের সর্বোচ্চ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন্টনি ফাউচি হুঁশিয়ারি দিয়েছেন, উৎসবের মরসুমে বিধি না মেনে ঘোরাঘুরির ফল মারাত্মক হবে।