চাঁচলের দিঘা বসতপুরের ঝার্নি প্রতিযোগীতা জমজমাট

উজির আলি,চাঁচলঃ ১৪ অক্টোবর,প্রতি বছরের মতো, এবছরেও রবিবার চাঁচল-১ নং ব্লকের অন্তর্গত মতিহারপুর অঞ্চলের দিঘা বসতপুরে শুরু হয়েছে নৈশ ঝার্নি প্রতিযোগীতা। চলবে দুই দিন ধরে। দূর দূরান্তের ঝার্নি শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়ছে এই অনুষ্ঠানের জানান ষ্পীকার জাহাঙ্গীর আলম। মালদা জেলাপরিষদের কৃষি সেচ ও সমবায় দফতরের কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন এদিন উদ্ভোদন করেন অনুষ্ঠানের। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার উপপ্রধান পিঙ্কি খাতুন যুবশক্তি সেচ্ছাসেবীর বাবু সরকার প্রমুখ।
রবিবার নৈশ ঝার্নি প্রতিযোগিতা ও সোমবার জয়ী শিল্পীদের পুরষ্কার বিতরনী আয়োজিত হবে বলে খবর। দিঘা বসতপুর উত্তর-পশ্চিমপাড়া মহরম কমিটির উদ্যোগে আয়োজিত হয় এই ঝার্নি। সর্বমোট কুড়িটি দল বিনা এন্ট্রীফীতে অংশ গ্রহন করে বলে খবর। পারা হরিপুর ও নিচলামারীর দল প্রথমে অংশগ্রহন করেন এই ঝার্নিতে।
সম্পাদক মোহাঃ সাকিল জানান,এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বসেছে বিভিন্ন ধরনের দোকান। দূর-দূরান্ত থেকে বহু ব‍্যবসায়ী মেলায় দোকান নিয়ে বসে। মেলায় জন সমাগম ঘটে প্রচুর। এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতে জমজমাট ঝার্নি প্রতিযোগীতার সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির বহন করে এদিনের অনুষ্ঠানে বলে জানান সহ সম্পাদক সামিম আক্তার।