জলপাইগুড়ি পুরসভার এক কর্মীর কোটি টাকা তছরূপের ঘটনার তদন্তের দাবি জানাল বিজেপি

জলপাইগুড়ি পুরসভার এক কর্মীর কোটি টাকা তছরূপের ঘটনার তদন্তের দাবি জানাল বিজেপি

    সংবাদদাতা, জলপাইগুড়ি: রাজ্য জুড়ে যখন একের পর এক ঘটনার তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দিচ্ছে সেই মুহূর্তে জলপাইগুড়ি পুরসভার এক কর্মীর বিরুদ্ধে কোটি টাকা তছরূপের অভিযোগ ওঠার ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি জানাল বিজেপি।

    সম্প্রতি সংবাদ মাধ্যমে জলপাইগুড়ি পুরসভার এস্টাব্লিশমেন্ট বিভাগের এক অবসরপ্রাপ্ত কর্মীর বিরুদ্ধে কোটি টাকা তছরূপের যে সংবাদ পরিবেশিত হয়েছিল , তারপর থেকেই শহর জুড়ে চলছে নানান তর্ক বিতর্ক , চায়ের দোকান থেকে অফিস পাড়া সবারই মুখে পৌরসভার দুর্নীতি বিষয়। যদিও ,এই প্রসঙ্গে এখনই কিছু বলতে রাজি নন, পৌরসভা কর্মচারী সংগঠনের প্রবীণ নেতা তথা প্রাক্তন কর্মী অঞ্জন ব্যানার্জি , তিনি শুধু বলেন এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, যাতে কর্মচারীদের সুরক্ষিত করা যায়।

    অপরদিকে এই বিশাল আর্থিক দুর্নীতির সঠিক তদন্তের দাবি জানিয়ে বুধবার জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামীর নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করতে যায় । যদিও জেলা শাসক বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন না বলে অভিযোগ তুলে দলের জেলা সভাপতি বাপি গোস্বামী জানিয়েছেন , আমরা অতিরিক্ত জেলা শাসকের হাতে স্মারকলিপি প্রদান করে এই সুবিশাল আর্থিক দুর্নীতির সঙ্গে যারা যুক্ত যে সমস্ত তৃণমূল কাউন্সিলর নেতারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি, কারণ কেন্দ্রীয় সরকার জনগণের জন্য অর্থ পাঠাবে আর তৃণমূল নেতারা সরকারি কর্মচারীকে কাজে লাগিয়ে তাকে ভাগ দিয়ে কোটি টাকা হাতিয়ে নেবে এটা চলতে দেওয়া যায় না ।এইভাবে চলতে থাকলে তো তৃণমূল কংগ্রেস তার নিজস্বতা হারিয়ে ফেলবে।আর এক্ষুনি এটাকে বন্ধ করতে হবে বলে জানান তারা।