|
---|
আব্দুল মান্নান, নতুন গতি, মুরারই
চারিদিকে যখন ঈদের আনন্দে মেতে উঠেছে মানুষ, তখন কিছু দুস্থ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ও তাদের এই ঈদ উৎসবের আনন্দে শামিল করতে স্বেচ্ছাসেবী সংস্থা “নিন্দা ও প্রতিবাদ ওয়েলফেয়ার সোসাইটি” নতুন ১০০০ এর উর্দ্ধে বস্ত্র বিতরণ করলো।
সংস্থার স্বেচ্ছাসেবকরা মুরারই থানা এবং পাইকর থানার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে এই বস্ত্র বিতরণ করলো।
সংস্থার সভাপতি মফিজুল সেখ বললেন-“আমরা গত দুর্গাপূজায় নতুন বস্ত্র বিতরণ করে দুস্থ, অসহায় মানুষগুলোর মুখে যে হাসি দেখেছিলাম সেই হাসি এবারের ঈদে বস্ত্র বিতরনের অনুপ্রেরণা জুগিয়েছে”
তাছাড়াও সংস্থার কোষাধক্ষ্য মেহবুব হক এর কথায়-“বর্তমান ধর্মীয় অসহিষ্ণুতার বাতাবরণে নিন্দা ও প্রতিবাদ ওয়েলফেয়ার সোসাইটির বিগত দুর্গাপূজা, শীতবস্ত্র, এবং এই ঈদের বস্ত্র বিতরণ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যখন দুস্থ, অসহায় মানুষগুলির হাতে নতুন বস্ত্র তুলে দিয়েছি তখন তাদের মুখের হাসি যে কোন ধর্মের নয়, সেটা তাদের মুখে স্পষ্ট ফুটে উঠেছে।
তাছাড়াও যাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানে দুস্থ, অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটেছে সেই সব স্বহৃদয় মানুষদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।