|
---|
নাজিবুল্লাহ রাহমানী, বসিরহাটঃ আজও বেঁচে রয়েছে মানবতা, অটুট রয়েছে বাংলার সম্প্রীতির মেলবন্ধন, এখনো হারিয়ে যায়নি কবি নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের সাংস্কৃতিক ঐতিহ্য, আবারো প্রমাণ করলো বসিরহাট দু নম্বর ব্লকের কচুয়া গ্রাম পঞ্চায়েতের তিন মুসলিম যুবক। কচুয়া গ্রাম পঞ্চায়েতের মির্জানগরের বাসিন্দা অসুস্থ হিন্দু বৃদ্ধা উর্মিলা দাস কে নিজেদের গায়ের রক্ত দিয়ে প্রাণে বাঁচতে সাহায্য করলেন রফিকুল ইসলাম, ফিরোজ মন্ডল, ও সহিদুল ইসলাম নামক তিন যুবক। স্থানীয় সূত্রে জানা গেছে মির্জানগরের বাসিন্দা উর্মিলা দাস স্বামী খগেন দাস সন্তান বোলতে দুই মেয়ে, ছেলে নেই মেয়ে দুটি বিয়ে হয়ে যাওয়ায় বাড়িতে বৃদ্ধ আর বৃদ্ধা দুজনে থাকেন। গত বৃহস্পতিবার শারীরিক অসুস্থ হাওয়াই বসিরহাট হসপিটালে ভর্তি হন, কিন্তু শারীরিক অবস্থা অবনতি হওয়ায় রক্তের প্রয়োজন পড়ে। বিষয়টি কানে আসতেই কচুয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মোঃ বুলবুল ইসলাম শুক্রবার সকালে তিন যুবককে নিয়ে বসিরহাট হসপিটালে ছুটে যান, এবং ডাক্তারের সঙ্গে কথা বলে উর্মিলা দাসকে তিন জনে মিলে তিন বতোল রক্ত দান করেন।
বুলবুল ইসলাম বলেন খগেন দাসের স্ত্রী উর্মিলা দাসের রক্তের প্রয়োজন পড়লে ওনার ছোট জামাই বিষয়টি আমাকে জানান আমি তখন, কে হিন্দু, কে মুসলিম জাতপাতের বিচার না করে ওই বৃদ্ধাকে বাঁচানোর জন্য এগিয়ে যাই। এবং তিনি আরো বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বাংলার সম্প্রীতিকে বজায় রেখেছেন আমরা তার সৈনিক হিসাবে তাঁর আদর্শে এই ক্ষুদ্র কাজ করতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছি।
রাজ্য তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নবনির্বাচিত সভাপতি ও বর্তমান হাড়োয়া বিধানসভার বিধায়ক হাজী নুরুল ইসলাম বলেন ভারতবর্ষের এই সংকটময় পরিস্থিতিতে এই ঘটনা সম্প্রীতির অনন্য নজির বহন করে। তিনি বলেন বুলবুল ইসলাম এবং ওই তিন যুবককে কে অসংখ্য ধন্যবাদ দলের পক্ষ থেকে তাদের এই মহান কাজে এগিয়ে আসার জন্য।
অল ইন্ডিয়া সুন্নাত অল জামাত সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মাতিন সাহেব বলেন পৃথিবীতে মানবতা আজও বেঁচে আছে এই ঘটনা তার জ্বলন্ত প্রমাণ। এবং এই ঘটনাকে সামনে রেখে সাধারণ মানুষকে আরো উদারতা মনের পরিচয় দেওয়ার জন্য আমি অনুরোধ করব।
বসিরহাট উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি বলেন দলের পক্ষ থেকে বুলবুল কে অসংখ্য ধন্যবাদ তার এই মানবিক কাজের জন্য এবং রফিকুল ইসলাম, ফিরোজ মন্ডল, ও সহিদুল ইসলাম কে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এবং দ্রুত উর্মিলা দাস সুস্থ হয়ে বাড়ি ফিরুক এই কামনা করি।