অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য সম্মেলন শুরু হল

লুতুব আলি, বর্ধমান, ১৬ অক্টোবর : পূর্ব বর্ধমানের বড়শুলে। অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের ২৪ তম রাজ্য সম্মেলন শুরু হল পূর্ব বর্ধমানের বড়শুলে। ১৬ অক্টোবর বড়শুল সি.ডি.পি উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সভাপতি বঙ্গভূষণ প্রাপ্ত বিরসা তীরকে। উদ্যোক্তা অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। আয়োজক সংগঠনের বর্ধমান সদর ইউনিট। বিরসা তীরকে রাজ্য সম্মেলন উদ্বোধন করে এই প্রতিবেদককে জানান, রাজ্য সরকার আদিবাসীদের উন্নয়নের জন্য আলাদা করে দপ্তর খুললেও সামগ্রিকভাবে আদিবাসীরা এখনো মূল স্রোতে আসতে পারছে না। এখন ও অনেক জায়গায় আদিবাসীরা অত্যাচারিত হচ্ছে। আদিবাসীদের সংস্কৃতিকে বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল শক্তি মাথা ছাড়া দিচ্ছে। আদিবাসীদের সুরক্ষা দিতে এই সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্যা আদিবাসী দিদি নামে খ্যাত সংগঠনের রাজ্য সহ-সভাপতি পার্বতী সরেন। তিনি জানান, আদিবাসীদের যেকোনো সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীকে অবহিত করলে তিনি তা নিরসনের ব্যবস্থা গ্রহণ করেন। আদিবাসীদের উন্নয়নের স্বার্থে এই সংগঠন সরকারের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে কাজ করতে চায়। আয়োজকদের পক্ষ থেকে বড়শুল সি ডি পি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রামচন্দ্র সরেন, জগন্নাথ কোরা, পরেশ চন্দ্র হেমব্রম, সনত মুর্মু, অভিনাথ হাঁসদা, সদানন্দ হাঁসদা রা জানান, রাজ্যের সমস্ত জেলা থেকে সম্মেলনে প্রতিনিধিরা এসে হাজির হয়েছেন। বাঁকুড়া জেলা প্রেস সেক্রেটারি মার্শাল টুডু জানান, তিন দিনের এই রাজ্য সম্মেলনের উপস্থিত থাকছেন সংগঠনের সর্বভারতীয় নেতা ও প্রাক্তন সাংসদ সোমজি ভাই দামোদর, ঝাড়খণ্ডের রাজ্য সভাপতি ও প্রাক্তন মন্ত্রী গীতাশ্রী ওঁরাও,এল.এস. থামসং লেপচা সহ একাধিক বিধায়ক, সাংসদ ও মন্ত্রীরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহ সভাপতি ফ্রান্সিস তীরকে, নিকোদিন মিঞ্জ, রাজ্য সাধারণ সম্পাদক সোমনাথ ওরাং সহ রাজ্য নেতৃত্ব রামদেব ভকত, বাসুদেব মালিক, মিলন সরেন, বাবলু লাকড়া, বড়শুল ২নং গ্রাম পঞ্চায়েত প্রধান সুস্মিতা সরেন প্রমুখ। রাজ্য সম্মেলনের যোগ দিতে আস া ঝাড়খণ্ডের মিলন সরেন, স্বপন শবর, বাঁকুড়ার সুনীল কুমার মান্ডি, শ্যাম সরেন, যোগেশ্বর সরদার রা জানান, এই রাজ্য সম্মেলনটি আক্ষরিক অর্থে আদিবাসী সমাজের কাছে এক মহামিলনের আকার ধারণ করেছে। প্রতিদিন সান্ধ্যকালীন অনুষ্ঠানে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৭ অক্টোবর প্রকাশ সমাবেশের মধ্য দিয়ে রাজ্য সম্মেলনটি সম্পন্ন হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।