|
---|
বাবলু হাসান লস্কর, কুলতলী : গৃহস্থের পুকুরে কুমির আর তা দেখে আতঙ্কীত এলাকাবাসী। ঘটনাস্থলে বনকর্মীরা। সুন্দরবন লাগোয়া রায়দিঘিতে গতকাল অর্থাৎ শনিবার একটি ৮ ফুট লম্বা মেয়ে কুমির যেটি ভেড়া মেরেছিল এবং রায়দিঘি রেঞ্জের অন্তর্গত কঙ্কনদিঘী গ্রামের শ্রী অনিল দাসের পুকুরে প্রবেশ করেছিল, কুমিরটিকে বিকালে দক্ষিণ ২৪ পরগণার বন বিভাগের কর্মীরা সফলভাবে উদ্ধার করে। ডাক্তারি পরীক্ষার পর ফিট সার্টিফিকেট মেলায় অবশেষে রবিবার সুন্দরবনের বনি ক্যাম্প সংলগ্ন ঠাকুরের খালে বনদপ্তর এর কর্মীরা তার আবাসস্থলে ছেড়ে দেওয়া হয়েছে এমনই তথ্য বনদপ্তর সূত্রে।