|
---|
আজিজুর রহমান, গলসি : গলসিতে মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম এর জন্ম দিন পালন করল গলসি বর্ধমান আব্দুল কালাম ওয়েল ফেয়ার সোসাইটি নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এদিন তাদের উদ্যোগে গলসি এক নম্বর ব্লকের আধিবাসী অধ্যুষিত এলাকায় শিক্ষা সামগ্রী, নতুন ও পুরাতন বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি বেশকিছু কম্বল বিতরণও করা হয়। ব্লকের উচ্চগ্রাম গ্রাম পঞ্চায়েতের চরকডাঙ্গা ও কদম পাড়া এলাকায় ১১০ জন শিশুকে শিক্ষা সামগ্রী ও কমবেশি ৫০০ জন মানুষ কে পুরাতন ও নতুন বস্ত্র এবং কম্বল বিতরণ করা হয়। আয়োজকেরা জানিয়েছেন এপিজে আব্দুল কালাম এর জন্ম দিনটা স্মরন রাখতেই তাদের ওই আয়োজন। দিনটিকে স্মরণীয় রাখতে সকাল থেকেই তারা ওই দুটি এলাকার পৌছে যান। সেখানে আদিবাসী শিশুদের নিয়ে একটি বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। আদিবাসী এলাকায় এমন কাজের প্রশংসা করেছেন স্থানীয়রা।