|
---|
সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: আজ ৭ ই জুন খয়রাশোল ব্লকের লোকপুর উপস্বাস্থ্য কেন্দ্রে লোকপুর ও ধাসুনিয়া উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী, আশাকর্মী,অঙ্গন ওয়াড়ী কর্মী ও সোসাইটি পরিচালিত মহিলা দলের প্রতিনিধিদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজক টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা। উপস্থিত ছিলেন স্বাস্থ্যকর্মী শীলা সৌ, পূর্নিমা দে, আসা কর্মী ইন্দ্রানী সূত্রধর, সংস্থার কর্মী প্রকাশ সিংহ, চন্ডী মন্ডল প্রমুখ।ঘটনার বিবরণে জানা যায় অতিদরিদ্র পরিবারের সদস্যদের রোজগার বাড়ানো ও সক্ষমতা বৃদ্ধি করার এ এক প্রচেষ্টা।লোকপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ১০৭টি পরিবারকে অতিদরিদ্র চিহ্নিত করন করে তাদের নিয়ে কাজ চলছে। রোজগার বাড়ানোর প্রথম ধাপ হচ্ছে তাদের স্বাস্থ্য পরিষেবা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি। স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষিত থাকলে তারা ও ভালো থাকবে। এজন্য পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করার উপর মূলতঃ আলোচনা বলে এক সাক্ষাৎকারে জানান সংস্থার ইউনিট ম্যানেজার চন্দ্র কান্ত দত্ত।