|
---|
রফিকউদ্দিন মণ্ডল : ঈদ উৎসব পালিত হল কেন্না যুব সমিতির উদ্দোগ্যে এই উৎসব তিনদিন ধরে অনুষ্ঠিত হয়৷ ঈদের নামজ ৭-৩০মিনিটে শুরু শেষ হয় ৮-৩০মিনিটে৷ দীর্ঘ বছর ধরে ঈদের নামাজ পড়ান বীরভুূম জেলার মান্দারবুনি থেকে আশা মৌলানা হায়দার আলি৷ তিন দিন ব্যাপি এই ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতার মধ্যে ছিলো দৌড়,লেবু দৌড়,অঙ্ক দৌড় ও কবিতা পাঠ,নাটক, গজল, কেরাত পাঠ হয় এবং সকল প্রতিযোগিদের পুরস্কৃত করা হয়৷ এই এলাকার ২০১৯সালে পাশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ৩০জন ছেলেমেয়েদের সংবর্ধনা দেওয়া হয়৷ এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মামূন ন্যাশনাল স্কুলের সম্পাদক কাজী মহ ইয়াসিন৷ বক্তব্য রেখে বলেন আমাদের সকলের সঙ্গে মিলে মিশে থাকাতে হবে এবং প্রতিবেশীদের সব রক অনুষ্ঠানে যাওয়া ও দেখা দরকার শিল্পীদের কাজের মূল্যায়ন করা ৷ বিশেষ অতিথি ছিলেন মেমারি ১ব্লোকের বি ডি ও মাননীয় বিপুল কুমার মণ্ডল মহাশয়৷ বক্তব্য রাখানে৷ আনুষ্ঠানের সভাপতি ছিলেন আব্দুস সালাম, সম্পাদক মহ বদরউদ্দিন, যুব সিমিতির সভাপতি আমজাদ হোসেন,উপ প্রধান জাহির হোসেন,সদস্যরা ছিলেন কায়ুম সরকার, রামিজ আহমেদ, মহ সেলিম,মহ নাসির, সেখ এনামূল, সরিফউদ্দিন ও আরো অনেক উপস্থিত ছিলেন৷