মঙ্গলকোটে ১৮ কিমি উন্নত সড়কপথ হচ্ছে

পারিজাত মোল্লা : দীর্ঘদিনের উন্নত সড়কপথের চাহিদা মিটতে চলেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট এবং কাটোয়া ব্লকের একাংশ এলাকাবাসীরদের কাছে। শুক্রবার মঙ্গলকোট বিধানসভার জনপ্রিয় বিধায়ক শ্রী অপূর্ব চৌধুরী মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় কৈচর থেকে করুই নন্দিগ্রাম পর্যন্ত পিচ রাস্তার কাজ শুরু হয়ে গেলো।দ্রুত গতিতে যাতে রাস্তার কাজ শেষ হয় তার জন্য এদিন প্রস্তাবিত সড়কপথে কাটোয়া মহকুমা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এর সঙ্গে কথা বললেন বিধায়ক।উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার মহাশয়। দক্ষিণপূর্ব মঙ্গলকোটের ক্ষীরগ্রাম বা এই এলাকার পাশাপাশি গ্রামের মানুষ যারা এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করেন তাদের উদ্দেশ্যে বিধায়কের বার্তা -‘আপনারা নিশ্চিন্তে থাকুন খুব তাড়াতাড়ি রাস্তার কাজ শেষ হচ্ছে’।কৈচর থেকে নন্দীগ্রাম পর্যন্ত ১৮ কিলোমিটার রাস্তা পরিদর্শন করলেন জেলা পরিষদের সভাধিপতি,স্থানীয় বিধায়ক ।পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কৈচর থেকে নন্দীগ্রাম পর্যন্ত ১৮ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা রয়েছে ।প্রায় পাঁচ বছর ধরে মানুষ নাজেহাল এই রাস্তা নিয়ে।রাজ্য সরকার ঘোষণা করেছিল যে এই রাস্তার কাজ খুব তাড়াতাড়ি হবে। কথামতো ২৩ কোটি টাকা বরাদ্দ করেছে ওই রাস্তার জন্য রাজ্য সরকার।মঙ্গলকোট বিধায়ক অপূর্ব চৌধুরী জানান যে, -‘চার পাঁচ দিনের মধ্যেই শুরু হয়ে যাবে এই রাস্তার কাজ’। এদিন রাস্তা পরিদর্শন করে গেলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার ও মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী ।এই সড়কপথে কৈচর থেকে কাটোয়া,সিঙ্গি সহ নানান সড়কপথে বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে।