ফসলের অবশিষ্টাংশ পোড়ানো প্রতিরোধ দিবস পালন

পারিজাত মোল্লা : শুক্রবার সারা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে ফসলের অবশিষ্টাংশ পোড়ানো প্রতিরোধ দিবস পালন করা হয় । ধান কাটার পর জমিতে পড়ে থাকা খর বা নাড়া পোড়ানো একদিকে যেমন মাটির ক্ষতি করে, ঠিক তেমনি বিশ্ব উষ্ণায়নকে প্রাধান্য দেওয়া হয় । তাই কৃষক তথা সাধারণ মানুষকে জনসচেতনতা করার লক্ষে ভাতার ব্লক কৃষি দপ্তরে উদ্যোগে সমগ্র ভাতার বাজারে একটি র‍্যালির আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন ভাতার ব্লক কৃষি আধিকারিক বরুণ হালদার, ব্লক প্রযুক্তি প্রবন্ধক শেখ নাসিম হাসান, সহ প্রযুক্তি প্রবন্ধক দেবনারায়ণ মল্লিক সহ শতাধিক কৃষকরা । পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লক কৃষি অধিকারীক ব্যোমকেশ লেট, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ইব্রাহিম খান সহ অগণিত কৃষকের উপস্থিতিতে কৃষি দপ্তরের উদ্যোগে ফসলের অবশিষ্টাংশ পোড়ানো প্রতিরোধ দিবস পালন করা হয় । র‍্যালি ও কৃষি প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের সচেতন করা হয় । এদিন কৃষিকাজ সম্পর্কিত বিভিন্ন তথ্যের আলোচনা ও ধানের নাড়া পোড়ানো পৃথিবীর বুকে কতটা সমুহ বিপদ সেই সম্পর্কে কৃষকদের নিয়ে একটি কৃষি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় । অন্যদিকে বর্ধমান ১ নং ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য, ব্লক কৃষি আধিকারিক সব্যসাচী দাস, ব্লক প্রযুক্তি প্রবন্ধক অনির্বাণ সোম, সহ প্রযুক্তি প্রবন্ধক শ্যামসুন্দর দের উপস্থিতিতে বর্ধমান ১ নং ব্লকের ক্ষেতিয়া গ্রাম পঞ্চায়েতের কামনারা বাজারে ফসলের অবশিষ্টাংশ পোড়ানো প্রতিরোধ দিবস পালনে র‍্যালির আয়োজন করা হয় । নাড়া পোড়ানো পৃথিবীর পক্ষে কতটা নিরাপত্তাহীন, সে বিষয়ে সকল কৃষকদের অবগত কড়ার লক্ষ্যে কৃষি প্রশিক্ষন শিবিরের আয়োজন করা হয় ।