পেঁয়াজের দাম বৃদ্ধির প্রতিবাদ জানাতে পেঁয়াজের মালা পরে মিছিল তৃনমূল বিধায়কের

দেবজিৎ মুখার্জি, হুগলি: পেঁয়াজের দাম বৃদ্ধির প্রতিবাদ জানাতে পেঁয়াজের মালা পরে মিছিল তৃনমূল বিধায়কের। এই মিছিলটির আয়োজন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ঘড়ির মোড় থেকে খরুয়া বাজার পর্যন্ত প্রতিবাদ মিছিলে অংশ নেন বহু তৃণমূল কর্মী ও সমর্থকেরা।

    বিধায়ক অসিত মজুমদার বলেন, ‘পেঁয়াজের দাম আশি, তেলের দাম গ্যাসের দাম চড়া এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে হুহু করে। কেন্দ্র নিয়ন্ত্রণ করতে ব্যার্থ। একমাত্র তৃনমূল মানুষের পাশে আছে, আর দাঁড়ানোর কেউ নেই’। তিনি আরও বলেন, ‘২০২৪ সালে বিজেপিকে হঠাতে সেই মানুষের আশীর্বাদ চাই। রাজ্য সরকারের টাস্ক ফোর্স আছে কিন্তু কেন্দ্র সরকার দাম নিয়ন্ত্রণ করে। তেলের দাম বাড়ায় পেঁয়াজের দাম বাড়ছে। এখানে রাজ্যের কিছু করার নেই’।

    বিজেপি-র হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদারের অভিযোগ, ‘যা জমি জায়গা ছিল সব সিন্ডিকেটের হাতে চাষ হবে কোথায়। শাসক দলের চোরগুলো সব ধরা পরছে আর তা থেকে নজর ঘোরাতে গলায় পেঁয়াজ নিতে হচ্ছে’। তুষার বলেন, ‘আর কী কী গলায় নেবেন। দাম নিয়ন্ত্রণে রাজ্য সরকার কী করছে?’