|
---|
নিজস্ব সংবাদদাতা মেদিনীপুর: শ্চিমবঙ্গের অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে ভুয়ো ভ্যাকসিন কান্ড নিয়ে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। সকলের জন্য বিনামূল্যে ভ্যাকসিনের দাবিতে ,ভ্যাকসিন কাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কলকাতায় বিক্ষোভরত বামপন্থী গণসংগঠন গুলির নেতৃত্বে ও কর্মীদের উপর পুলিশী নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার এস এফ আই,ডিওয়াইএফআই, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে মেদিনীপুর কোতয়ালি থানায় এফ আই আর করা হয়। কোতোয়ালী থানা ও মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সামনে প্রচারাভিযান সংগঠিত হয় সম্মুখে প্রচারাভিযান সংগঠিত । এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখন এস এফ আই এর জেলা সম্পাদক প্রসেনজিৎ মুদি, ডি ওয়াই এফ আই-এর জেলা সম্পাদক সুমিত অধিকারী,মহিলা সমিতির জেলা নেত্রী পাপিয়া চৌধুরী, ডিওয়াইএফআই এর জেলা নেতা আব্দুল রাফে,সুব্রত চক্রবর্তী,মানস প্রামাণিক প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ক্ষমা ভৌমিক, বিশ্বজিৎ ঘোষ, অভিষেক চ্যাটার্জী, কৌশিক দে, সঞ্জীব মাইতি প্রমুখ নেতৃত্ব বৃন্দ।