|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: মঙ্গলবার ছিল মেদিনীপুর শহরের অরবিন্দ নগরের বাসিন্দা আত্মধি করের ষষ্ঠ জন্মদিন।আত্মধির বাবা ও মা শিক্ষক দম্পতি অরিত্র কর ও অংশুলা করের ইচ্ছে ছিল এই দুঃসময়ে ছেলের জন্মদিনটা সমাজসেবা মূলক কাজের মধ্য দিয়ে উদযাপন করার।এই কাজে তাঁরা পাশে পেয়ে এই দুঃসময়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে রাত দিন কাজ করে চলা রেড ভলান্টিয়ারদের মেদিনীপুর শহর শাখাকে।
পরিকল্পনা মতো মঙ্গলবার দুপুরে রেড ভলান্টিয়ারদের সহযোগিতায় মেদিনীপুর শহরের ২২ নং ওয়ার্ডে বসবাসকারী শতাধিক প্রান্তিক মানুষের হাতে দুপুরের রান্না করা খাবার তুলে দেওয়া হলো কর পরিবারের পক্ষ থেকে। আত্মধিকে রেড ভলান্টিয়ারদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এদিনের কর্মসূচিতে বাবা অরিত্র করের সাথে উপস্থিত ছিল আত্মধিও। রেড ভলান্টিয়ারদের পক্ষে উপস্থিত ছিলেন আব্দুল রাফে, সুব্রত চক্রবর্তী,মানস প্রামাণিক,মৃণাভ সুর, কৌশিক চ্যাটার্জী প্রমুখ।