|
---|
বাবলু হাসান লস্কর, নতুন : স্থানীয় জেলের জালে ধরা পরল বিরল প্রজাতির ডলফিন । দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলীর কুন্দখালি গোদাবর অঞ্চলের কুন্দখালি গ্রামের পাঁচু সরদারের জালে, রাতে বাড়ির পাশে পিয়ালি নদীতে জাল পাতে, আর সেই জাল আটকায় ডলফিন মাছ।
স্থানীয় পিয়ালির ফরেস্ট অফিস ও কুলতলি থানায় খবর দেন । ঘটনাস্থলে আসেন কুলতলি থানার আধিকারিক ও ফরেস্ট অফিসার। নদী থেকে মাছ আনার মুহূর্তে তা মৃত এমনি দাবি জেলের পরিবারের । মাছ টির মুখে ইলিশ ধরার জাল জড়িয়ে ছিল । ইয়াস নামক ঘূর্ণিঝড়ে জলস্ফীতিতে স্থানীয় পিয়ালি নদীতে চলে আসে দৈত্যাকৃতি বিরল প্রজাতির ডলফিন টি। জেলেদের জালে আটকে যায়। গতকাল স্থানীয় এক মৎস্যজীবী নদীতে জাল পাতায়, আর সেই জাল টি সকালে তুলতে দেখেন এক বিশাল আকৃতির বিরল প্রজাতিরডলফিন ।
কুলতলি থানায় আধিকারিকরা আসেন । মাছটির মুখে জাল জড়িয়ে থাকা দীর্ঘ দিন ধরে না খেতে পেয়ে অনাহারে মারা যায় এমনি ধারনা করছেন প্রশাসন । ফরেস্ট নিজ দায়িত্বে মাছ টি কে নিয়েছেন । আর এই মাছ দেখতে ব্যাপক মানুষের ভিড় চোখে পড়ে।