৮ ম বর্ষ সারা বাংলা বাউল ও লোকশিল্পী মিলন উৎসব

নূর আহমেদ : মেমারি ২৮ ডিসেম্বর, ৮ ম বর্ষ সারা বাংলা বাউল ও লোকশিল্পী মিলন উৎসব। স্থান দেবীপুর স্টেশন উত্তর বাজার এলাকা। ব্যবস্থাপনায় দেবীপুর স্টেশন উত্তরবাজার কমিটি ও এলাকাবাসীবৃন্দ। আয়োজক অমৃত বাউল লোকগান প্রসার সমিতি দেবীপুর। প্রদীপ প্রজ্জ্বোলনের মাধ্যমে বাউল লোক শিল্পীর উদ্বোধন করেন দেবীপুর শাখার এসবিআই ব্যাঙ্কের ম্যানেজার মনীষ গুপ্ত। সারা বাংলা বাউল ও লোকশিল্পী মিলন উৎসবের সম্পাদক মনিমোহন দাস জানান এই মেলা ৪ দিন ধরে চলবে। মেলায় লোক শিল্পী প্রায় ২০০ জন অংশগ্রহণ করবে। এবার ওপার বাংলা থেকে ৬ জন প্রখ্যাত লোক শিল্পী আসবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান রিজিওন‍্যাল ভারতী স্টেট ব্যাঙ্কের আধিকারিক বিশ্বদীপ চ্যাটার্জী, প্রখ্যাত লোক শিল্পী ছায়ারাণী দাস, সমর কর, দেবীপুর বাজার কমিটির সম্পাদক পার্থ দে ও পুলক বনিক প্রমুখ। চারদিনের এই মেলাকে কেন্দ্র করে এলাকায় এক উৎসবের আকার ধারন করবে এবং ব্যাপক মানুষের সমাগম হবে। এদিন সকালে বাউল মিলন মঞ্চে রক্তদান শিবিরের মধ‍্য দিয়ে উৎসবের সূচনা হয় শিবিরে মোট ৪৫ জন রক্তদান করেন।