|
---|
আসিফ আলম, মুর্শিদাবাদ:
মদ যায় না দুধ চাই মদ মুক্ত বাংলা চাই স্লোগানে মুখরিত বহরমপুর।আজ রাজ্য জুড়ে সরকারি মদের লাইসেন্স দেওয়ার প্রতিবাদে ও মদ মুক্ত বাংলা গড়ার দাবিতে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া এর বহরমপুর ডি. এম অফিস অভিযান শুরু হয় । এই অভিযানে অংশ নেন হাজার হাজার কর্মী। পাশাপাশি মহিলারাও অংশগ্রহণ করেন। মহিলা ঝাঁটা হাতে নিয়ে প্রতিবাদ করতে থাকে।
এদিন পার্টির মিছিলে উপস্থিত হন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি ড. এসকিউ আর ইলিয়াস, রাজ্য সভাপতি মনসা সেন, সহ সভাপতি শাজাহান আলী, সাধারণ সম্পাদক সারওয়ার হাসান, রাজ্য নেত্রী শাহজাদী পারভীন, ওয়ার্কিং কমিটির সদস্য ড. রইসুদ্দিন, মুর্শিদাবাদ জেলা সভাপতি মোহাম্মদ খোদাবক্স সহ অন্যান্য জেলা স্তরের নেতৃবৃন্দ।