|
---|
রতুয়া,শেখ সাদ্দাম: গ্রামবাংলা থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ফুটবল খেলা ,এদিকে আবার দীর্ঘদিন ধরে করোনা সংক্রমনের জেরি,সকল প্রকার খেলাধুলা একপ্রকার বন্ধ হয়েছিল ,তায় গ্রামবাংলায় ফুটবল খেলা টিকিয়ে রাখতে ও গ্রাম গঞ্জের তরুণ সমাজকে ফুটবল খেলার প্রতি উৎসাহ করতে ,রতুয়ার পাকুরতলা মাঠে বহুদলীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজন করল পাকুরতলা নবীন প্যারাডাইস ক্লাব এন্ড লাইব্রেরী সেই ফুটবল প্রতিযোগিতার আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী,ও ক্লাবের সকল সদস্যবৃন্দ।
এদিন মাঠে ফুটবলে শর্ট মেরে খেলার শুভ সূচনা করেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী।
ফুটবল প্রতিযোগিতা কে ঘিরে মাঠের চারপাশে ফুটবল প্রেমিকদের উৎসাহ উল্লাস ধরা পড়ে।