স্বামী বিবেকানন্দ সেবা নিকেতন ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট ট্রাস্ট এর উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির

সেখ সামসুদ্দিন, ২০ জুনঃ জীব জ্ঞানে শিব সেবা, জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল সম্প্রদায়গত মানুষের উন্নয়নের লক্ষ্যে স্বামী বিবেকানন্দ সেবা নিকেতন ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট ট্রাস্ট এর উদ্যোগে নয়নিকা চক্ষু হসপিটালের সহযোগিতায় একটি চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হয়। এই শিবিরে ছানি সহ চোখের সমস্ত ধরনের সমস্যার পরীক্ষা করা হয় এবং দুঃস্থ রোগীদের জন্য অপারেশন বা চশমা সংক্রান্ত সহযোগিতাও করা হয় হসপিটালের পক্ষ থেকে। হসপিটালের অ্যাডমিনিস্ট্রেটর অনিমা দেবনাথ জানান দুঃস্থ মানুষদের জন্য তারা সব সময় আছেন তাদের জন্য শুধু লেন্সের মূল্য নিয়ে অপারেশন করে দেওয়ার ব্যবস্থা আছে এবং সেটাও পারবে না এরকম অবস্থার কোন রোগী থাকলে তাকেও তারা ফেরাবেন না। তারা মানুষের সাথে মানুষের পাশে থেকে কাজ করতে চান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার চিন্ময় সরকারের অধীনস্থ চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীবৃন্দ, স্বামী বিবেকানন্দ সেবা নিকেতন ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট ট্রাস্টের সম্পাদক বিকাশ বিশ্বাস, সমাজসেবী অজিত কুমার সিং, মিনহাজ উদ্দিন আহমেদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন দুই শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা করা হয়।