নির্বাচনে সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আই. জে. এ মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালো।

লুতুব আলি, বর্ধমান, ২০ জুন : আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর পূর্ব বর্ধমান জেলা শাখা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এ ব্যাপারে আবেদন জানালো। সংগঠনের ২৫ জনের একটি প্রতিনিধি দল পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক সাধারণ সুপ্রিয় অধিকারীর সঙ্গে এ ব্যাপারে সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রীকে লেখা পত্রটি তাঁর হাতে তুলে দেন। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় কর্মরত সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আক্রান্ত হন। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে এইসব বিষয়গুলি উল্লেখ করে সাংবাদিকদের নিরাপত্তার ব্যাপারটা জোর দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন সংগঠনের ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার তারকনাথ রায়, ন্যাশনাল কাউন্সিল মেম্বার জগন্নাথ ভৌমিক, জেলা কমিটির সভাপতি স্বপন মুখার্জি, সাধারণ সম্পাদক অরূপ লাহা সহ অন্যান্যরা। আর ও উল্লেখ্য, মুখ্যমন্ত্রীকে লেখা আবেদন পত্রে উল্লেখ করা হয়েছে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্বে জেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটেছে তা অত্যন্ত উদ্বেগের বিষয়। এই অবস্থায় জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন সাংবাদিক সংগঠন ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে দেখা করার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য ও কার্যকরী কমিটির সদস্য জয়ন্ত দত্ত, আমিনুর রহমান, পার্থ চৌধুরী, সুপ্রকাশ চৌধুরী, সোমনাথ ভট্টাচার্য, দেবব্রত চ্যাটার্জি, মিথিলেশ রায়, শম্ভুলাল কর্মকার, পিন্টু প্যাটেল, মনোতোষ পোদ্দার, অভিজিৎ সাহা, শেখ আমজাদ আলী, প্রসূন সামন্ত, পাপাই সরকার প্রমুখ। অতিরিক্ত জেলাশাসক আশ্বাস দিয়েছেন নিয়ম মেনে মুখ্যমন্ত্রীর দপ্তরে সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ক আবেদন পত্রটি পাঠিয়ে দেওয়া হবে।