|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: বোমা বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠলো রতুয়া থানার ভাদো এলাকা।সাতসকালে রাজ্য সড়কের পাশে একটি শৌচাগারে বিস্ফোরণ হয়।বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে হুরমুড়িয়ে ভেঙে পড়ে ওই শৌচাগার।উড়ে যায় শৌচাগারের ছাদ।কি করে
এলাকায় বোমা আসলো তা নিয়ে রীতিমতো ভাবাচ্ছে স্থানীয় বাসিন্দাদের। যদিও সমগ্র দিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছেন রতুয়া থানার পুলিশ।ভাদো এলাকায় রাজ্য সড়কের পাশে রয়েছে একটি গোডাউন। স্থানীয় ব্যবসায়ী সেক ইসমাইলের এই গোডাউনটি বর্তমানে বন্ধ রয়েছে। এই গোডাউন লাগুয়া রয়েছে তাদের শৌচাগার।স্থানীয়দের অনুমান এই ঘটনার পিছনে মাদক নেশায় আসক্ত যুবকদের যুক্ত থাকতে পারে। স্থানীয়রা জানান, সন্ধ্যের পর এলাকায় নেশায় মত্ত যুবকদের আনাগোনা রয়েছে।সন্ধ্যোর
পরে বন্ধ গোডাউন এর আশে পাশে বসেমদের আসর তাদের মধ্যে কেউ এই ঘটনাটা ঘটিয়ে থাকতে পারে।