শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হলো নবাবপুর হাই মাদ্রাসায়

সেখ আব্দুল আজিম,চন্ডীতলা : শিক্ষার গুণগতমান বৃদ্ধি ও বিদ্যালয় ছুটদের বিদ্যালয়ে ফিরিয়ে আনার লক্ষ্যে গত ২৮ডিসেম্বর, বৃহস্পতিবার, শতবর্ষের ঐতিহ্যবাহী নবাবপুর হাই মাদ্রাসা (উচ্চ মাধ্যমিক)- এর শতবর্ষ কক্ষে অনুষ্ঠিত হলো “টিচার্স এনরিচমেন্ট” সংক্রান্ত একটি সেমিনার। এ ব্যাপারে মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ ফাসিহুর রহমান সিদ্দিকী জানান, উক্ত সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর জয়দেব কুমার কোলে। এছাড়া উপস্থিত ছিলেন ডক্টর উমেশ প্রসাদ সিং, প্রধান শিক্ষক-নয়া বস্তি শ্রী শিব হাই স্কুল (উচ্চ মাধ্যমিক), শ্রী রোশন কুমার মাল,প্রধান শিক্ষক-রিষড়া বিদ্যাপীঠ ইউনিট -২ (উচ্চমাধ্যমিক), জনাব শাকির হোসেন,প্রধান শিক্ষক-রিষড়া আনজুমান হাই স্কুল (উচ্চ মাধ্যমিক), মীর আব্দুর রফিক,প্রধান শিক্ষক- হরাল ইউনাইটেড হাই মাদ্রাসা, পিনাকী চক্রবর্তী, প্রধান শিক্ষক- মুণ্ডুলিকা হাই স্কুল, শাহানাজ ইয়াসমিন, প্রধান শিক্ষিকা- নবাবপুর জুনিয়র মাদ্রাসা ইউনিট ২ ফর গার্লস, শ্রী সজল কান্তি রায়, সহকারী শিক্ষক-পাহাড়হাটি গোলাপ মনি হাই স্কুল, পূর্ব বর্ধমান, জনাব মোহাম্মদ ইলিয়াস, কর্ণধার-শিশু বিকাশ মিশন, ফুরফুরা, নবাবপুর হাই মাদ্রাসা পরিচালন সমিতির সম্পাদক আনিসুর রহমান নস্কর, সহ-সভাপতি শেখ শহিদুল ইসলাম, নবাবপুর হাই মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীবৃন্দ এবং বেশ কয়েকজন অন্যান্য বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর জয়দেব কুমার কোলে মহাশয় এর জ্ঞানগর্ভ আলোচনা এবং মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ ফাসিহুর রহমান সিদ্দিকীর পরিচালনা সকলের মন ছুঁয়ে যায় এবং আগামীতে শিক্ষণ-শিখন পদ্ধতির উন্নতিতে তাদের মূল্যবান পরামর্শ কাজে লাগবে এই মর্মে সকলে সহমত পোষণ করেন। সবশেষে মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ ফাসিহুর রহমান সিদ্দিকীর সমাপ্তি ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয় এবং উপস্থিত সকল অতিথিবৃন্দ মাদ্রাসার সার্বিক পরিকাঠামো ও ব্যবস্থাপনার ভূয়ষী প্রশংসা করেন।