কয়েকটা গ্রামে গ্রামের স্বেচ্ছাসেবীদের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দিলেন মাদ্রাসার শিক্ষক আনসার উদ্দিন মল্লিক

কয়েকটা গ্রামে গ্রামের স্বেচ্ছাসেবীদের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দিলেন মাদ্রাসার শিক্ষক আনসার উদ্দিন মল্লিক

    নতুন গতি ওয়েব ডেস্ক:

    দক্ষিণ 24 পরগনা জেলার মন্দিরবাজার ব্লক এ বিভিন্ন জায়গাতে করোনাভাইরাস এর মোকাবেলার জন্য গোটা দেশজুড়ে যে লকডাউন চলছে তার ফলে বহুদিন মজুরি খাটা মানুষ দরিদ্র মানুষ অভুক্ত ভাবে জীবন যাপন করছে।লকডাউন এর ফলে অভুক্তদের খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণ। দাদপুর গুনজুর পুর দারুল উলুম সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী আনসার উদ্দিন মল্লিক তিনি এলাকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার বিশিষ্টদের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দেন, খাদ্য সামগ্রী বিতরণ এর জন্য।
    এদিনে উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের দক্ষিণ 24 পরগনা জেলার সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ জাকির হোসেন, মাদ্রাসার সভাপতি শফিউল্লাহ হালদার ,সহ-সভাপতি কুতুবউদ্দিন, পঞ্চায়েত সদস্য ও প্রাক্তন শিক্ষক আব্দুল্ হক, আবুল হোসেন মোল্লা, পেয়ার আলি, সাজিদ হোসেন, আতিয়ার বৈদ্য, ইউনুস বৈদ্য, রবিউল খান প্রমূখ।
    এলাকায় খুশির জোয়ার সকলের মুখে। গ্রামের এক দিনমজুর তিনি বলেন মাননীয় শিক্ষক মহাশয় সর্বদা আমাদের পাশে থাকেন। বিপদে-আপদে সর্বদায় আমাদের সঙ্গেই থাকেন ।এলাকায় দাতা হিসাবে ও বিশিষ্ট সমাজসেবী হিসেবে পরিচিত।