বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে ১৪২৯ টি গাছ শিলিগুড়ি শহরজুড়ে লাগানোর ঘোষণা গৌতম দেবের

বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে ১৪২৯ টি গাছ শিলিগুড়ি শহরজুড়ে লাগানোর ঘোষণা গৌতম দেবের

    সংবাদদাতা, শিলিগুড়ি: বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে ১৪২৯ টি গাছ শহরজুড়ে লাগাবে শিলিগুড়ি পুর নিগম।আজ এমনটাই জানালেন মেয়র গৌতম দেব।

    বাংলার সংস্কৃতিকে পুনরদ্ধার করতে উদ্যগী বর্তমান রাজ্যে সরকার।সেই কারনে এবারের পয়লা বৈশাখে নানান কর্মসুচি গ্রহন করা হয়েছে।শিলিগুড়িতেও শোভাযাত্রা,অঙ্কন প্রতিযোগিতা সহ একাধিক কর্মসুচি গ্রহন করা হয়েছে এবারের বর্ষবরন উৎসবে।তবে ১লা বৈশাখে অর্থাৎ ১৪২৯সালকে স্বাগত জানাতে সবুজায়নের লক্ষ্যে ১৪২৯টি গাছ সপ্তাহ ব্যাপি শহরের বিভিন্ন প্রান্তে লাগানো হবে।বুধবার পৌরনিগমে এক সাংবাদিক বৈঠকে মেয়র গৌতম দেব জানান,জাতী,ধর্ম,বর্ণ নির্বিষেশে সকলকে সামিল করা হবে এবারের এই বর্ষবরন উৎসবে।শুক্রবার সুর্যবরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করবেন মেয়র গৌতম দেব।পরবর্তিতে বর্নাঢ্য শোভাযাত্রা শহরজুড়ে পরিক্রমা করে সুর্যসেন পার্কে গিয়ে শেষ হবে।সেখানেই নানান শিল্পীদের দ্বারা নানান অনুষ্ঠান উপস্থাপিত হবে।পাশাপাশি খুদে শিল্পীদের দ্বারা আকা বিভিন্ন অংকনকেই আমন্ত্রন পত্র হিসেবে ব্যাবহার করে মোট ২ হাজার শহরবাসীর হাতে তুলে দেওয়া হবে বলে জানান মেয়র গৌতম দেব।তিনি আরো জানান দুবছর ধরে হয় নি কোন অনুষ্ঠান পয়লা বৈশাখের।তাই এবারে আরো ধুমধাম করে করা হবে পয়লা বৈশিখ।তবে কোভিডবিধি মেনেই তি করা হবে ঝানিলৈট তবে কোভিডবিধি মেনেই তা করা হবে জানিয়েছেন তিনি।