বিজেপিতে মনিরুল ক্ষোভে দল ছাড়তে পারে বহু বিজেপি কর্মী

 

    নিজস্ব সংবাদদাতা – বুধবার বিজেপিতে যোগ দেওয়া তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম। বুধবার রাতেই ফেসবুকে মণিরুলের যোগদান নিয়ে কার্যত বিক্ষোভে ফেটে পড়েন হাওড়ার বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত। তারপর সদ্য বিজেপি সাংসদ হওয়া সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা খাঁ-ও এনিয়ে তীব্র আপত্তি দেখান।
    তবে এবার খুব উপরে দিলেন খোদ বীরভূমের পরিচিত বিজেপি নেতা কালোসোনা মন্ডল। বৃহস্পতিবার কার্যত ক্ষোভে ফেটে পড়ে কালোসোনা মন্ডল জানান, ‘আমরা মণিরুলকে মানব না। বিজেপিকে এর মাশুল গুণতে হবে।’ তাঁর কথায়, এরজন্যে দল ছেড়ে দিতে হলেও তাঁর কোনও অসুবিধা নেই।
    লাভপুরের বিধায়ক মণিরুল ইসলাম । দীর্ঘদিন কালোসোনা মন্ডল-সহ বহু বিজেপি কর্মী মণিরুলের বিরুদ্ধেই লড়াই করেছেন। তাই হঠাৎ এই দলবদলে তাঁরাও হতাশ। সবচেয়ে আশঙ্কার হল, শুধু কালোসোনা মন্ডল নয়, তাঁর সঙ্গে রয়েছেন বহু বিজেপি কর্মীও, যারা শুধুমাত্র মণিরুলের জন্যেই দল ছেড়ে দিতে চান বলে ক্ষোভ সোশ্যাল মিডিয়ায়।