|
---|
কলকাতা, 30 মে : হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ পেলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার । CBI-র পাঠানো সমন খারিজ করার জন্য রাজীব কুমার কলকাতা হাইকোর্টে আজ আবেদন করেছিলেন । সেই আবেদন গ্রহণ করে হাইকোর্ট এই সংক্রান্ত মামলা নথিভুক্ত করার অনুমতি দেয় । পরে দুপুর 2টোয় মামলার শুনানি হয় । শুনানি শেষে হাইকোর্ট রাজীব কুমারকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দেয় । যার মেয়াদ একমাস । হাইকোর্টের এই নতুন নির্দেশের জেরে আগামী একমাস CBI রাজীব কুমারকে সারদা কাণ্ডে গ্রেপ্তার করতে পারবে না