|
---|
নিজস্ব সংবাদদাতা, নদিয়া:- নদীয়ার চাপড়া থানার অন্তর্গত শিবের পাড়ায় জলঙ্গি নদী থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। মৃতের নাম মনিরুল ফকির (৩০)। মৃতের বাড়ি চাপড়া বড় আন্দুলিয়া শিবের পাড়া এলাকায়।
গত তিনদিন থেকে নিখোঁজ ছিল ওই ব্যক্তি আজ সকালে তার বাড়ির পাশ জলঙ্গি নদী থেকে মৃতদেহ উদ্ধার হয়।পরিবার সূত্রে জানা যায়। রাতে রাত্রি দশটা সময় কে বা কারা তাকে ডেকে নিয়ে য়ায় এবং তার পরে তার স্ত্রী ও বাচ্চা সহ ঘুমিয়ে গেলে ঘুম থেকে উঠে স্বামী কে না দেখতে পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করল পাওয়া যায়নি তাকে তার পরে চাপড়া থানায় মিসিং ডায়েরি করে। আজ সকালে বাড়ির পাশেই নদী থেকে উদ্ধার হয় তার মৃতদেহ এবং পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে এবং গামছা দিয়ে গলা বাঁধা অবস্থায় উদ্ধার হয়। মৃত দেহটি চাপড়া থানার পুলিশ এসে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় এবং এই ঘটনা তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ পরিবারের তরফ থেকে অভিযোগ তার খুন করা হয়েছে। মৃতদেহর গলাতে পিছন দিক থেকে গামছা দিয়ে গিট বাঁধা ছিল। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে, পুলিশ জানিয়েছে খুন না আত্মহত্যা ময়নাতদন্ত বুঝা যাবে ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।