চাপড়া বিধানসভা তৃণমূলের রিপোর্ট কার্ড প্রকাশ ও বঙ্গধ্বনি যাত্রা সূচনা হয়

 

    মঞ্জুর মোল্লা, নতুন গতি,নদীয়া:তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারের ১০ বছরের কাজের খতিয়ান তুলে ধরতে তৃণমূল কংগ্রেস রিপোর্ট কার্ড প্রকাশ করা হয় ও বঙ্গধ্বনি যাত্রার সূচনা করা হয় নদীয়া জেলার বাংলাদেশ সীমান্তবর্তী ৮১নং চাপড়া বিধানসভা এলাকায় রাজ্য সরকারের উন্নয়ন তুলে ধরা অন্যতম লক্ষ্য ১১ ই ডিসেম্বর থেকে শুরু করে ২১ শে ডিসেম্বর পর্যন্ত বঙ্গধ্বনি যাত্রা প্রচার কর্মসূচী চলবে দলীয় সূত্রে খবর। চাপড়া বিধানসভা রিপোর্ট কার্ড প্রকাশ বঙ্গধ্বনি যাত্রার উপস্থিত ছিলেন চাপড়া বিধানসভার বিধায়ক রুকবানুর রহমান, নদীয়া জেলা পরিষদের সদস্য তথা চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জেবের শেখ ও চাপড়া ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি রাজীব সেখ সহ অন্যান্য নেতৃবৃন্দরা। চাপড়া ব্লকের ১৩ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় দুটি টিমে ভাগ হয়ে প্রত্যেকটা এলাকাতেই বঙ্গধ্বনি যাত্রা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘুরে সরকারের কাজের খতিয়ান তুলে ধরবে এলাকার মানুষের কাছে।