|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক: শনিবার রতুয়া 48 নম্বর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তথা সাধারণ সম্পাদক শেখ ইয়িসিন নিজ ব্যক্তিগত উদ্যোগে দুস্থ ও গরিব দের মধ্যেশীতবস্ত্র শীতকালীন কম্বল বিতরণ অনুষ্ঠান।
সারা বিশ্বের সাথে মালদাতে ও জাকিয়া পড়েছে শীত তাই দুঃস্থ গরিবদের কথা মাথায় রেখে অন্যান্য মতো ওদের জন্য শীতের দিন ভালো কাটুক যেন তারাও শান্তিতে ঘুমাতে পারে তার জন্য আবারও কম্বল বিতরণ করতে দেখা গেল বিশিষ্ট সমাজসেবী এদিন এই অনুষ্ঠানটি হয় সমসী রেগুলেটস মার্কেটে সামসি পুলিশ ফাঁড়ির বিপরীতে এদিন বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক সেখ ইয়াসিন নিজের ব্যক্তিগত উদ্যোগে প্রায় 1000 পরিবারের হাতে কম্বল তুলে দেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভাপতি হাজী গনি সাহেব,,, জেলা মাইনোরিটি সেল এর সভাপতি মোশাররফ হোসেন,,রতুয়া ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাধিপতি আবেদা বেগম,,ব্লক নেতা আব্দুল তপ,,পঞ্চায়েত সমিতির সদস্য শুভম সরকার। ও ব্লক ও পঞ্চায়েত নেতাকর্মীবৃন্দু।