|
---|
রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : প্রশাসনিক দায়িত্ব সামলানোর পাশাপাশি বিভিন্ন সমাজকর্মে এবং সচেতনতা বাড়াতে বিশেষভাবে অবদান রেখে চলেছেন নবগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী অমিত কুমার ভগৎ।তাই আজ জঙ্গিপুর সাহিত্য সমন্বয় পরিষদের পক্ষ থেকে উনাকে বিশেষভাবে সংবর্ধিত করা হলো।আজ নবগ্রাম থানায় গিয়ে ভারপ্রাপ্ত আধিকারিক অমিত কুমারকে স্মারক সম্মান প্রদান করে সংবর্ধিত করেন সংস্থার সাধারণ সম্পাদক গোলাম কাদের এবং উত্তরের সিঁড়ি সাহিত্য পত্রিকার সহ-সম্পাদক বিশিষ্ট শিক্ষক,কবি সোমনাথ কর মহাশয়।এই সম্মানে ভূষিত হয়ে অমিত বাবু বলেন তিনি অত্যন্ত আপ্লুত।সামশেরগঞ্জ থানায় থাকাকালীন তিনি সংস্কৃতি-সমাজ সেবায় ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়েন! তারই ফলস্বরূপ দায়বদ্ধতা আজ আরও বেড়ে গেল!ধন্যবাদ জ্ঞাপন করে সংস্থার পাশে থাকার আশ্বাস জ্ঞাপন করেন তিনি।