|
---|
সেখ সামসুদ্দিন : ৪ মার্চঃ সারদা সেবা মন্দির ও শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ বিদ্যাপীঠের ১৪ তম বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হয় মেমারির খয়েরপুর গ্রামে এই বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে বিশেষ পূজা পাঠ, ভক্ত সেবা, সংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্বামী অরুণানন্দ মহারাজ ও স্বামী নিষ্কামানন্দ মহারাজ। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, ইরিগেশন দপ্তরের এসডিও নীলাদ্রি দে, সাতগেছিয়া ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সকল মনি টুডু, প্রাক্তন বায়ুসেনা উইং কমান্ডার হরপ্রসাদ পাল ও তার সহধর্মিনী মায়া পাল, মেমারি ১ পঞ্চায়েত সমিতির কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ সনাতন হেমব্রম, সমাজসেবী সরকার মান্ডি, স্বামী দিবাত্মানন্দ মহারাজ, চিন্ময় চৈতন্য মহারাজ, কৃষ্ণময়ী মা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।