|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক: মালদা নালাগোলা রাজ্যে হবিবপুর থানার অন্তর্গত আইহো বাসন্তী মোড় এলাকায় বাইক দূর্ঘটনা এলাকা সুত্রে যানাজায় শুক্রবার রাত ৮ টা নাগাত,আইহো বাসন্তী মোড় এলাকায় মালদা হইতে পাথর বোঝাই লরির পাকুয়া যাবার পথে বাসন্তী মোড় এলাকায় লড়ির সাথে বাইক ধাক্কা গালে বাইকে থাকা তিন জন সেখানেই ছিটকে পড়ে যায়। এলাকা সুত্রে আরো যানাজায় একটি বাইকে তিনজন আইহো দিক থেকে পিকনিক সেড়ে বুলবুলচন্ডী যাওয়ার পথে বাসন্তী মোড় এলাকায় লড়ির চাকার তলে চলে আসে গুরুতর জখম হয় তিন জন তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
তরিঘরি তাদের মধ্যে সাথে সাথে দুইজনকে বুলবুলচন্ডী গ্রামীন হাসপাতালে পাঠানো হয় এবং আরেক জন চাকার তলায় থাকায় হবিবপুর থানার আইসি পূণেন্দু মূখার্জী নিজে তাকে বের করেন এবং তরিঘরি বুলবুলচন্ডী হাসপাতালে পাঠালে তাদের অবস্থার অবোনতি হতে থাকলে তাদের তিনজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা জন্য পাঠানো হয়। জানাযায় তাদের তিনজনের বাড়ি বুলবুলচন্ডী এলাকায় কি এই ঘটনা ঘটল তা নিয়ে হবিবপুর থানার পুলিশ লড়ি টি আটক করা হয়। ও বাইক টি উদ্ধারকরে হবিবপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।