|
---|
রোদ্দুর ইসলাম : মেমারি : ০৬ জানুয়ারি, শনিবার ০৬ জানুয়ারি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার মাঠে অনুষ্ঠিত কৃষি ও শিল্প মেলায় কবি সন্মেলন অনুষ্ঠিত হল। বিধায়ক তপন কুমার চ্যাটার্জীর উপস্থিতিতে মেলা কমিটির সম্পাদক সুদীপ কুমার বিশ্বাস, সভাপতি সুব্রত দাস, আহ্বায়ক অবনীভূষণ বালা ও দীপঙ্কর চক্রবর্তী এবং বর্ষীয়ান কবি ও কবি সন্মেলনের সভাপতি দিলীপ কুমার মৈত্র প্রমুখের উপস্থিতিতে প্রায় ষাট জন সাহিত্য ও সংস্কৃতি প্রেমী ব্যক্তিত্ব স্বরচিত কবিতা পাঠ করেন। সকাল ১১-০০ টা থেকে সারাদিন ব্যাপী এই মহতী কবি সন্মেলনে বাংলার বিভিন্ন জেলা থেকে পল্লব কুমার চট্টোপাধ্যায়,তপন বৈরাগ্য,মৈত্রেয়ী ব্যানার্জী, সৈয়দ আতাউর রহমান, ডঃ রমলা মুখার্জী, সুফি রফিক উল ইসলাম,তাপস বন্দ্যোপাধ্যায়, বিমল চন্দ্র পাল, দেবকী দুলাল চক্রবর্তী,অলক দত্ত, উদয় সাহা, রণজিৎ দাস, সুদীপ্ত কুমার পাল,ভগ বাহাদুর থাপা,রত্না মুখোপাধ্যায়, অনিল চক্রবর্তী,প্রনবেশ সরকার, রাখহরি শী, মনোরঞ্জন সাহা, রনজিৎ গোস্বামী, মলয় হালদার, বিকাশ দাস, উদয় চাঁদ কুন্ডু, বুদ্ধদেব মুখার্জী প্রমুখ কবিতা পাঠ করেন দীপঙ্কর চক্রবর্তীর সঞ্চালনায়।কবি রণজিৎ দাসের তট রেখা ছুঁয়ে যাই এবং সুদীপ্ত কুমার পালের শিকড়ে মায়ের হৃৎপিণ্ড নামক কাব্যগ্ৰন্থ দুটি প্রকাশিত হয়। জানা যায় জানুয়ারি মাসের ০৩ থেকে ০৮ তারিখ পর্যন্ত এই কৃষি ও শিল্প মেলা চলবে।