|
---|
উজির আলী,নতুনগতি প্রতিনিধি,চাঁচল: ২২ মে
ঈদের মুখে দুস্থ বাসিন্দাদের পাশে দাড়ালেন ব্লক ছাত্র পরিষদের সদস্যরা। মালদহের চাঁচল ১ ও ২ নং ব্লকের ছাত্র পরিষদের মানবিক মুখ দেখা গেল শুক্রবার। এদিন রুটি ব্যাঙ্কের সহায়তায় ১৫০ জন দুস্থকে ঈদ সামগ্রী প্রদান করেন চাঁচল ১ এর সাগর আলী ও মহঃ হাসানরা বলে খবর।
পাশাপাশি চাঁচল ২ নং ব্লকের মালতিপুরেও এদিন ২০০ জন দরিদ্রকে ঈদের নতুন পোশাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্লক ছাত্রপরিষদ সভাপতি সাদ্দাম রেজা। ছাত্র পরিষদের উদ্যোক্তারা জানান, কার্যত দুমাস লকডাউনে কর্মহীন খেটে খাওয়া মানুষ গুলো। আসছে খুশির ঈদ তাই কিছু দুস্থ মানুষদের চিহ্নিত করে আমরা সাহায্য করছি।