|
---|
মুর্শিদাবাদ জেলার দুই বি এস এফ জওয়ান জঙ্গির গুলি তে শহীদ জলঙ্গি ও রেজিনগর
সজিবুল ইসলাম,নতুন গতি, জলঙ্গি: জলঙ্গীর ছেলে গত সাত বছর আগে সিআরপিএফ যোগদেন ,বিবাহের চারটি বছর কাটিয়ে সদ্য মেয়ের বাবা হয়েছেন।কিন্তু মেয়ের মুখ আর দেখা হলো না বাবার।যদি ঈদের ছুটিতে বাড়ি আসার কথা ছিল কিন্তু লক ডাউন কারণে আর বাড়ি আসা হয়ই।এবার কফিন বন্দী হয়ে বাড়ি ফিরবে।নিথর দেহ।
জলঙ্গীর সাহেব রামপুর গ্রামের রানা মন্ডল,২৯,পিতা রূপচাঁন মন্ডল।
পরিবার সূত্রে জানা যায় যে গত ৭ বছর আগে চাকরিতে যোগ দেন।বর্তমানে কাশ্মীরের শ্রীনগরে কর্মরত ছিলেন। কাল সন্ধ্যার সময় ডিউটি অবস্থায় ইফতারির জিনিস কিনছিলেন সেই সময় জঙ্গিরা পেছন থেকে গুলি করেন আর সেখানেই সহীদ হন বলে জানান পরিবার।
রানার গত চার বছর আগে বিয়ে হয়েছিল একটি ছমাসের মেয়েও আছে।পরিবারে বাবা মা ও তিন ভাই মিলে জোয়েন্ট পরিবার।
এই ঘটনায় এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
অন্য দিকে রেজিনগরের জিয়াউর হক
কাশ্মিরে শ্রীনগরে জঙ্গিদের গুলিতে মৃত বিএসএফ মুর্শিদাবাদের রেজিনগর থানার গোপালপুর এলাকায় বাড়ি।
কাশ্মিরে শ্রীনগরে জঙ্গিদের গুলিতে গত কাল বিকেলে বিএসএফ ব্যটেলিয়ানে ৩৭ নং জিয়াউর হক ৩৫, মারা যায়।
গত ১৩ বছর চাকরী করছেন। ঈদের ছুটিতে বাড়ি আসার কথা ছিল। উনার দুই মেয়ে ।প্রথম মেয়ে জেসমিন খাতুন। (কথা বলতে পারেনা) বয়স ৪ , দ্বিতীয় মেয়ে আনিষা বয়স আড়াই।
এই ঘটনায় মুর্শিদাবাদ জেলার ঈদের আগে শোকের ছায়া নেমে এসেছে।
যদি কিভাবে নিথর দেহ বাড়িতে নিয়ে আসা হবে সেই বিষয়ে কিছু এখনও পর্যন্ত পাওয়া যায়নি।