|
---|
নিজস্ব সংবাদদাতা :কাঞ্চন কাজী জেলা তৃণমূল কংগ্রেস এর সাধারণ সম্পাদক, IRTC কোম্পানি, বর্ধমান শহর থানার I.C. পিন্টু সাহা সবার উদ্যোগ এ আজ বর্ধমান শহর এর বিভিন্ন জায়গায় 800 পরিবার কে ভাত ডিম আলু সবজি পেট ভরে দেওয়া হলো। বলাবাহুল্য, লকডাউনে মানুষের আর্থিক অবস্থা একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষের প্রতিদিনের রোজগার কার্যত বন্ধ। সংসারের ব্যয় ভার বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল নেতা কাঞ্চন কাজী বলেন, দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। তিনি বলেন, আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা অভাবী মানুষের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্থানীয় মানুষ এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।