গলসিতে কাঠের সেতু ভেঙে বিপত্তি, মধ্যখানে ফেঁসে ধান বোঝাই গাড়ি

আজিজুর রহমান : গলসির পারাজে ডিভিসি সেচ ক্যানেলে কাঠের ব্রীজ ভেঙে বিপত্তি। কাঠের চাতাল ভেঙে মধ্যখানে আটকে গেল ১৪ চাকা ধান বোঝাই গাড়ি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা গেল ধান বোঝাই গাড়িটি। তবে ঘটনার জের ওই কাঠের সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। স্থানীয়দের থেকে জানা গেছে, ভীনরাজ্য থেকে ধান বোঝাই করে গলসি এলাকায় এসেছে গাড়িটি। চালক প্রথমে ওই কাঠের সেতু পেড়িয়ে পারাজ গ্রামের পাশে একটি রাইস মিলে ধান খালি করতে গিয়েছিল। সেখানে ধান খালি না হওয়ায় গাড়িটি ওই রাস্তা দিয়ে ফেরত আসছিল। এরপর পারাজের ডিভিসি সেচ ক্যানেলের কাঠের সেতুতে উঠলে লোড়ের চাপে আচমকা সেতুর পাঠাতন ভেঙে যায়। এরপরই গাড়ির সামনের দিকে চাকা পাটাতনে ঢুকে যায়। তবে ঘটনায় কোন হতহতের খবর পাওয়া যায়নি।