গলসিতে পথ দুর্ঘটনা মৃত চালক, আহত আরও ১ জন

আজিজুর রহমান : গলসিতে পথ দুর্ঘটায় মৃত্যু হল এক ব্যক্তির। আহত আরও একজন। মৃতের নাম দীপক কুমার সিং। বয়স আনুমানিক ৪৫ বছর। তিনি বিহারের ছাতরাপুর এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছেন, এদিন আনুমানিক সকাল ছয়টা নাগাদ ঘটনাটি ঘটেছে। তারা বলেন যান্ত্রিক গোলযোগের কারনে গলসির বড়দিঘীর মোড়ের একটি পাথর বোঝাই গাড়ি দাঁড়িয়েছিল। গাড়িটি ২ নং জাতীয় সড়কে বর্ধমান অভিমুখে দাঁড়িয়েছিল। চালক গাড়ির নিচে ঢুকে গোলযোগের বিষয় পর্যবেক্ষণ করছিলেন। ওই সময় বর্ধমান মুখী আরও একটি বালি বোঝায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাথর গাড়িটির পিছনে ধাক্কা মারে। এর ফলে গাড়ির নিচে থাকা চালকের উপরে চেপে যায় পাথর বোঝাই গাড়ির চাকা। ঘটনাস্থলে গুরুতর জখম হন দীপক কুমার সিং। তাছাড়াও ঘটনায় আহত হয়েছেন পিছনে ধাক্কা মারা বালির গাড়ির চালকও। খবর পেয়ে গলসি থানার পুলিশ এসে জখম দুইজনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দীপককে মৃত ঘোষণা করে। স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য রাস্তা ছোট হয়ে গেছে। এর জেরেই সড়কে গলসি দুর্ঘটনার প্রবনতা বাড়ছে। তাদের দাবী, ঠিকা সংস্থার কাজ ধীরগতিতে হওয়ায় এলাকায় দুর্ঘটনার হার ব্যপক ভাবে বেড়ে গেছে।