|
---|
নতুন গতি,আয়ুব আলি,উওর ২৪পরগনা : গত ২০২১ সালের ১৯ শে ডিসেমবর উওর২৪পরগনা র আমডাঙা করুনাময়ী কালী মন্দিরের বিগ্রহের সোনা ও রুপোর গহনা চুরির ঘটনা ঘটে। মন্দির কমিটির অভিযোগের ভিত্তিতে তদন্তে পুলিশ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, বাঁকুড়ার রায়পুর, হীরা বাঁধ থেকে এক বানজারা দলের ৬ দুস্কৃতিকে গ্রেপ্তার করে পুলিশ। ৭২০ গ্রামের সোনার গয়না এবং ৪ কেজি রুপোর গহনা উদ্ধার করে। ইতিমধ্যে জেলার এই প্রাচীন ও জাগ্রত আমডাঙা করুনাময়ী কালী মন্দিরের এই চুরির ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছিল। এবং সাধারন মানুষ প্রতিবাদে, বিক্ষোভে ও জাতীয় সড়ক অবরোধ হয়েছিল। এক মাস পর মন্দির কমিটি পরিবর্তন হয়। শুক্রবার ২৮ শে অক্টোবর আদালতের নির্দেশে চুরি হওয়া গয়না উদ্ধারের পর নতুন মন্দির কমিটিকে তুলে দিলেন আমডাঙা থানার আই সি অঞ্জন দত্ত। এদিকে প্রশাসনের তৎপরতায় করুনাময়ী কালী মন্দিরের চুরি হওয়া সোনা এবং রুপোর গহনা ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেছেন নতুন কমিটির সম্পাদক অমল চন্দ্র ঘোষ ও ট্রাস্টি বোর্ডের সদস্য জ্যোতিরময় দত্ত। আমডাঙা থানার আই সি অঞ্জন দত্ত জানিয়েছেন ,” চুরির অভিযোগের ১৫ দিনের মধ্যেই দু’দফায় চুরি হওয়া গয়না উদ্ধার হয়েছে। চুরিতে যুক্ত দলটি নীলগঞ্জ এ বেড়াবেড়িতে আস্তানা নিয়েছিল। উদ্ধার হওয়া সোনার গয়নার মূল্য ৩৫ লক্ষ টাকা, এবং ৪ কেজি রুপোর মূল্য ২৮ লক্ষ টাকা। এ পরিপ্রেক্ষিতে আমডাঙায় খুশির বার্তা ছড়িয়েছে।