|
---|
সেখ সামসুদ্দিনঃ প্রতি বছরের ন্যায় এবারেও ৩ মার্চ ২০২৩ মঙ্গলকোটের কোগ্রামের মধুকরে কুমুদভিটায় কুমুদ সাহিত্য মেলা আয়োজিত হয়। এই কুমুদ সাহিত্য মেলার উদ্বোধক ছিলেন বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এর কার্যনির্বাহী চেয়ারম্যান শ্যামল ঘটক, প্রধান বক্তা ছিলেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান মমতাজ সংঘমিত্রা, প্রধান অতিথি ছিলেন কলকাতা হাইকোর্টের এজিপি আনসার মন্ডল এবং যুগ্ম অনুষ্ঠান সভাপতি ছিলেন বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার ও সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের আইনজীবী বৈদুর্য ঘোষাল। এছাড়াও বিশিষ্ট অতিথিবৃন্দের মধ্যে ছিলেন ওয়েস্ট বেঙ্গল লিগ্যাল সার্ভিস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এর সম্পাদক প্রসেনজিৎ ভট্টাচার্য্য, এমপ্লয়িজ অফ কলকাতা হাইকোর্ট লিগ্যাল সার্ভিস কমিটির অনুপ সাঁতরা, সাহিত্যিক ও পল্লী কবি কুমুদ রঞ্জন মল্লিকের নাতনী মহাশ্বেতা বন্দোপাধ্যায়, কবির নাতি সুভাশিষ মল্লিক, বাচিক শিল্পী দেবিকা বন্দ্যোপাধ্যায়, সংগীত শিল্পী ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাতনি সোনালী কাজী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জেলার সাংবাদিকবৃন্দ। এই কুমুদ সাহিত্য মেলা কমিটির পক্ষ থেকে এ বছর ১৫ জনকে সম্মান জ্ঞাপন করা হয় তার মধ্যে কুমুদ সাহিত্যরত্ন পান জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, হাসান আজিজুল হক রত্ন পান বাংলাদেশের কাজী নুর, নুরুল হুদা রত্ন পান শীর্ষেন্দু সিংহ রায়, নজরুল ইসলাম রত্ন পান সুবর্ণ কাজী, বর্ধমান জেলা রত্ন পান প্রদীপ মুখোপাধ্যায়, মুকুল বিশ্বাস, ডাঃ প্রণয় ঘোষ, আইজেইউএর জাতীয় কমিটির সদস্য তারকনাথ রায় সমীরন রায় রত্ন, মনিশঙ্কর দত্ত, তপন কুমার বৈরাগ্য, আনোয়ারুল আজিম, খন্ডঘোষ রত্ন বিশ্বনাথ রায়, অর্ণব দত্ত প্রমুখ। কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক মোল্লা জসীমউদ্দীন রাজ্য তথা দেশে বিদেশে নজির স্থাপন করে চলেছেন কবি কুমুদ রঞ্জন মল্লিককে নিয়ে বলে প্রশংসা করেন উপস্থিত অতিথিবৃন্দ। এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক সফিকুল ইসলাম। এই অনুষ্ঠানের মধ্যে ডিডিএন এর পক্ষ থেকে মোল্লা জসিমউদ্দিনকে বিশেষ সংবর্ধনা দেয়া হয় এবং মহাশ্বেতা দেবীও জসিমউদ্দিনকে সম্বর্ধনা দেন। এদিন সকাল ১০ টা থেকেই কবির ছবিতে মাল্যদান করে অনুষ্ঠান শুরু হয়। পরে কবিতা পাঠ, আবৃত্তি, গান, সম্মান জ্ঞাপন ইত্যাদি অনুষ্ঠানে মধুকর প্রাঙ্গণ জমে ওঠে। তারই মধ্যে খবর আসে পাণ্ডব গোয়েন্দা রচয়িতা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় ইহলোক ত্যাগ করেছেন তার আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। অতীতে ষষ্ঠীবাবুকেও এই কুমুদ সাহিত্য মেলা রত্ন পুরস্কার সম্মান দিয়েছিল এবং তিনি এসেছিলেন কুমুদ সাহিত্য মেলায়।