অরঙ্গাবাদে এই প্রথম শুরু বিজ্ঞান মেলা, চলবে রবিবার পর্যন্ত

রাজু আনসারী, অরঙ্গাবাদ : জঙ্গিপুর মহকুমায় এই প্রথম বিজ্ঞান মেলা শুরু হলো মুর্শিদাবাদের সুতির অরঙ্গাবাদে। শুক্রবার বিকেলে অরঙ্গাবাদ পাবলিক স্কুল প্রাঙ্গনে পদযাত্রার মাধ্যমে শুরু হয় এই বিজ্ঞান মেলা। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই বিজ্ঞান মেলার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, মুর্শিদাবাদের কৃতি সন্তান তথা উত্তরপ্রদেশে কর্মরত বিজ্ঞানী ডক্টর মোজাম্মেল হক, আন্তর্জাতিক গাঙচিলের সমন্বয়ক বাংলাদেশের মুক্তিযোদ্ধা চিত্র পরিচালক কবি অধ্যক্ষ খান আক্তার হোসেন, বিজ্ঞান মঞ্চের বহরমপুর শাখার সভাপতি তপন সামন্ত, অধ্যাপক সপ্তর্ষি সাহা, শিবম এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি দীপক কুমার দাস, অধ্যাপক সুনীল কুমার দে, পথের দাবী সংস্থার সভাপতি ডাক্তার হেফজুর রহমান সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বিজ্ঞান মেলার উদ্যোক্তারা জানিয়েছেন, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তিনদিন ব্যাপী চলবে এই বিজ্ঞান মেলা। পথের দাবী সংস্থার পক্ষ থেকে আয়োজিত এই বিজ্ঞান মেলায় চন্দ্র যান থেকে শুরু করে মহাকাশ গবেষণা, মানব জীবনের ক্রম বিবর্তন, একই জমিতে নানাবিধ কৃষিজ ফসল উৎপাদন, আর্সেনিক মুক্ত জল সহ বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে তুলে ধরা হবে সাধারণ মানুষের সামনে। সাপে কাটলে সাধারণ মানুষের করণীয় থেকে শুরু করে প্রতিটা বিষয় নাটকের মাধ্যমে তুলে ধরে সচেতনতার অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে বিজ্ঞান মেলায়। বিজ্ঞানমেলায় মুর্শিদাবাদ মালদা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে ১০০ টেরও বেশি বিজ্ঞানের মডেল রয়েছে।  পাশাপাশি বিভিন্ন জেলার একাধিক স্কুল এবং মুর্শিদাবাদের বিভিন্ন কলেজেরও এই বিজ্ঞান মডেল থাকছে মেলায়। সেলফি জোনের মাধ্যমে অভিনব উদ্যোগে চন্দ্র যান দেখানোর উদ্যোগ গ্রহন করা হয়েছে। বৈজ্ঞানিকভাবে তুলোর মাধ্যমে আকাশ অভিযানের চিত্র দেখানোর পাশাপাশি থ্রিডি ওপেন থিয়েটার শো মিল্কওয়ে গ্যালাক্সি সহ বিজ্ঞানের নানাবিধ বিষয় তুলে ধরা হচ্ছে সাধারণ মানুষের মাঝে।

    উদ্যোক্তা তথা পথের দাবী সংস্থার সভাপতি ডাক্তার হেফজুর রহমান জানান, জঙ্গিপুর মহকুমায় এই প্রথমবারের মতো অভিনব উদ্যোগের বিজ্ঞানমেলায় মুর্শিদাবাদ মালদা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে ১০০ টেরও বেশি বিজ্ঞানের মডেল সাজানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলার একাধিক স্কুল এবং মুর্শিদাবাদের বিভিন্ন কলেজেরও এই বিজ্ঞান মডেল অংশগ্রহণ করেছেন। বিজ্ঞানের নানাবিধ বিষয় তুলে ধরা হবে সাধারণ মানুষের মাঝে। এতে উপকৃত হবেন ছাত্রছাত্রী থেকে শুরু করে আমজনতা।