কালিয়াচকের হাতিমারি ময়দানে প্রথমবার সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

    মোঃ নাওয়াজ শরীফ, নতুন গতি, সুজাপুর: কালিয়াচক থানার সুজাপুর হাতিমারি ময়দানে প্রথম বার সভা করে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের, দেশের বহু জায়গায় সভা করছেন কিন্তু হাতিমারি ময়দানে কখনো সভা করেননি। দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী ডঃ মোয়াজ্জেম হোসেনের সমর্থনে প্রচারে আছেন। রাজ্যে অন্যান্য দলকে হারিয়ে ক্ষমতায় এসেছেন তৃণমূল কংগ্রেস। রাত ভোর এখন নতুন ইনিংস শুরু করতে চাইছেন তিনি, এই লোকসভা ভোটে জয়ের মাধ্যমে। কিন্তু এই জয় আগামীতে হবে কিনা সেই চর্চা চলছে সাধারণ মানুষের মধ্যে।


    গোটা এলাকায় প্রায় কুড়ি পঁচিশটি সিসি টিভি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হয়েছিল। মুখ্যমন্ত্রী এখন দেশের সব জায়গায় ঘুরছেন ফলে তার নিরাপত্তা বজায় রাখতে এই আয়োজন। দেশের মাটিতে যে অপ্রীতিকর ঘটনা ঘটছে তার প্রেক্ষাপটেই প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। মুখ্যমন্ত্রী কে এক পলক দেখার জন্য মহিলাদের ভিড় ছিল সবথেকে চোখে পড়ার মত।
    তিনি বক্তব্যের শুরুতে বলেন, বরকত দা কাজ করেছেন, তাকে সম্মান দেন, সম্মান থাকবে। আমরা ও সম্মান করি। কিন্তু বরকত দার নাম ভাঙিয়ে আর কতদিন? তিনি আরো বলেন এটা ১৪২৬ শুভ নববর্ষ জানিয়ে বলি ১৪২৬ চাই ৪২ এ ৪২ । ৪২ টা আসন নিয়ে ভারত সরকার গঠন করবে তৃণমূল সবাইকে নিয়ে।
    তিনি বিজেপির উদ্দেশ্যে বলেন তামিলনাড়ুতে জিরো, কেরালায় জিরো, অন্ধ্রপ্রদেশে জিরো, বাংলায় জিরো, উড়িষ্যায় জিরো, তবে মোদি বাবু কি করে হবেন হিরো? আরো বলেন রাম কা নাম বাদনাম না করো, অউর হিন্দু ধর্ম কা বদনাম না করো। আমি স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম বিশ্বাস করি, রামকৃষ্ণের হিন্দু ধর্ম বিশ্বাস করি, বেলুড় মঠ বিশ্বাস করি, গঙ্গাকে বিশ্বাস করি, মা তারা বিশ্বাস করি, কালীঘাট মন্দির বিশ্বাস করি, তারকনাথ মন্দির বিশ্বাস করি, কিন্তু বিজেপি বাবু আমি তোমার হিন্দু ধর্মকে বিশ্বাস করি না। সেটা দিয়ে তুমি হিন্দু-মুসলমানের মারপিট করো, কাটাকাটি করো, এই হিন্দু ধর্ম আমি বিশ্বাস করি না।
    তিনি আরো বলেন আমি মালদায় কাজ করতে চাই। আপনারা তৃণমূলের প্রার্থী কে ভোট দিয়ে জয় করুন। মালদায় অনেক উন্নয়ন করব, তাই তৃণমূল প্রার্থীদের জয় করে উন্নয়ন করার সুযোগ দিন।