একুশে জুলাই নিয়ে কি বললেন বিমল গুরুঙ্গ?

নিজস্ব সংবাদদাতা:আমি যেতে পারলাম না একুশে জুলাই,আমার খারাপ লাগছে।জানালেন বিমল গুরুঙ্গ।তিনি জানালেন আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নই,আমি পাহাড়ের মানুষের মঙ্গলের জন্য আন্দোলন করেছি অনশনও করেছি।মুখ্যমন্ত্রী আমাকে ভুল বুঝে আমাকে দুরে সরিয়ে দিয়েছেন।আমার মূল লক্ষ ছিল পাহাড়ের মানুষের নিরাপত্তা দেওয়া,যেটা আমি আজীবন করে যাব।তবে কয়েকবছর আগে একুশে জুলাইতে আমি উপস্থিত ছিলাম,তাই আমি বুঝতে পারি সমর্থকদের আবেগ।তাদের মনের মধ্যে একুশে জুলাইকে নিয়ে একটা আলাদা অনুভূতি থাকে,যাকে আমি সন্মান করি। আমি একদিকে যেমন মুখ্যমন্ত্রীকে প্রচণ্ড সন্মান করি তেমনি পাহাড়ের মানুষের ভালোর জন্যও চিন্তা করি।আমি মুখ্যমন্ত্রীকে অসন্মান করি নি,আমি বিজেপী এবং তার নীতিকে কোনমতেই সমর্থন করি না,বিজেপীর মত রাজ্য ভাগের চিন্তা আমার মাথায় নেই।আমি চেয়েছি যাতে পাহাড়ের মানুষ আগামীদিনে শান্তিতে বসবাস করতে পারে। মুখ্যমন্ত্রী আমাকে ভুল বুঝেছেন,আশাকরি তিনি আমাকে কাছে ডেকে নেবেন।বর্তমানে পাহাড়ে বিমল গুরুঙ্গ এর জনপ্রিয়তায় ভাটা পড়েছে,প্রচুর সমর্থক দল ছেড়েছেন।তাই মরিয়া গুরুঙ্গ পাহাড়ে নিজের জায়গা ফিরে পেতে অন্যরকম কিছু করতে চাইছেন বলে মনে করছেন পাহাড়ের রাজনৈতিক মহল।