|
---|
আজিজুর রহমান,গলসি : করোনা আবহে ভিড় কমাতে ও সংক্রমন রুখতে বাড়ি বাড়ি শীতবস্ত্র পৌছে দিলেন গলসি ১ নং পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধক্ষ্যা ফজিলা বেগম। এদিন তার উদ্দ্যোগে দুটি ভ্যানে করে রামগোপাল পুর পঞ্চায়েতের রাইপুর গ্রামের দুঃস্থ মানুষের বাড়ি বাড়ি শীতবস্ত্র তুলে দেন। পাশাপাশি গ্রামের মসজিদ তলায় একটি ছোট শিবির করে জনা পঞ্চাশ দুঃস্তর মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। ছোট ছোট করে তাদের ওই শিবির বেশ কয়েকদিন ধরে চলবে বলে জানা গেছে। প্রতিবছরই তিনি এলাকার বিভিন্ন গ্রামের কয়েক হাজার দুস্থ মানুষদের শীতবস্ত্র বিলি করে থাকেন। তবে করোনা আবহে জন্য এবারে সেই বৃহৎ কর্মসুচিকে ছোট ছোট ভাগে ভাগ করেছেন। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন, গলসি ১ নং ব্লক তৃণমূল সভাপতি জনার্দ্দন চ্যাটার্জী, তৃণমূল সংখ্যালঘু সেলের চেয়ারম্যান জাহির আব্বাস মন্ডল, তৃণমূল নেতা শা ওমর ফারুক, অঞ্চল নেতা বজরুল রহমান শা, যুব নেতা দোলন দত্ত সহ দলীয় নেতা কর্মীর। শীতবস্ত্র গ্রহিতা আনজুমা বেগম, শওকত মল্লিকরা বলেন, প্রতিবছর ফজিলার কাছ থেকে আমরা শীতবস্ত্র পাই। এবারে করোনা প্রকোপ বাড়ায় তিনি আমাদের শিবিরে যেতে মানা করেছিলেন। আজ দুপুরে এসে তিনি আমাদের বাড়িতে এসে একটি করে কম্বল তুলে দিয়ে যান। তার ওই কাজে আমরা খুব উপকৃত হয়েছি। ফজিলা বেগম বলেন, মানুষের পাশে থাকতে আমার ভাল লাগে তাই যখনই সুযোগ পায় তখনই তাদের পাশে দাঁড়াই।