পুরসা হাসপাতালে ওয়েটিং চেয়ার দান

আজিজুর রহমান, গলসি : পূর্ব বর্ধমান জেলার গলসির পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগী ও রোগী আত্মীয়দের বসার সমস্যা হচ্ছিল। এমার্জেন্সিতে অপেক্ষাকৃত রোগীর আত্মীয়দের একটি লম্বা কাঠের বেঞ্চে বসতে হত। যাতে বেশ সমস্যা হত রোগী ও রোগী আত্মীয়দের। হাসপাতালের বিএমওএইচ ফারুখ হোসেনের কাছ থেকে সেই কথা জানতে পেরে নতুন ওয়েটিং চেয়ার দিয়ে সাহায্য করল পুরসা গ্রামের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। রোগী আত্মীয়দের সুবিধার জন্য এদিন তিন সেট অর্থাৎ নয়টি ওয়েটিং চেয়ার সাহায্য করেন তারা। শনিবার সকাল দশটায় ওই চেয়ারের উদ্বোধন করেন গলসি বিধায়ক নেপাল ঘরুই। সাথে ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জাকির হোসেন, পোতনা পুরসা গ্রাম পঞ্চায়েত প্রধান বিলকিস বেগম, স্থানীয় তৃণমূল নেতা সেখ কামালউদ্দিন, আউসগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতা অরুপ মিদ্দা সহ অনেকে।